যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কার ক্লাব শোতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় রোববার বিকেলে শোটিতে যখন কয়েকশ’ মানুষের উপস্থিতি, তখন এ ঘটনা ঘটে। নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর চারজন পুরুষ এবং তিনজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। পরে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুইজন মারা গেছেন। এই সাতজনের বয়স ২৩ থেকে ৫৪ এর মধ্যে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে শোতে গুলি চালানো শুরু হয়। তবে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্ট টুইটারে জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনো গ্রেপ্তার নেই।

কর্তৃপক্ষ জানাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের একটি পাবলিক পার্কে কার ক্লাব শো আয়োজন করা হয়েছিল। সেখানে এক বা একাধিক লোক গুলি চালানোর আগে কয়েকশ’ মানুষের সমাগম ছিল।

লস অ্যাঞ্জেলেসের মতো যুক্তরাষ্ট্রের বড় বড় শহর এবং অন্যান্য জায়গায় সহিংসতা বেড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস টাইমস পুলিশের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, দেশটিতে গত ১৫ বছরে উচ্চহারে গণহত্যার ঘটনা ঘটেছে এবং মে মাস পর্যন্ত এই বছর আরও দ্রুত হারে ঘটেছে।