সৌদি আরবে হজ করতে গিয়ে মারা গেছেন আরও এক বাংলাদেশি। বৃহস্পতিবার (৩০শে জুন) পবিত্র মক্কায় তার মৃত্যু হয়। মারা যাওয়া হজযাত্রীর নাম মোসা. ফাতেমা বেগম (৫৯)। তার বাড়ি ঢাকার সাঁতারকুলে। পাসপোর্ট নম্বর-ঊঊ০৩৮২৮৪৩।

এ নিয়ে হজ করতে গিয়ে এখন পর্যন্ত আট বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ পাঁচ ও তিনজন নারী। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার (২৮শে জুন) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৩৩টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৪ হাজার ৭৮৬ জন রয়েছেন। ১৩৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৫টি, সৌদিয়া পরিচালিত ৫০টি এবং ফ্লাইনাসের ৮টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।