বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে প্রধান তদন্ত কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে। ভারতের মাদক নিয়ন্ত্রন ব্যুরোর (এনসিবি) এক কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, ঘুষ লেনেদেনে সংশ্লিষ্টতার অভিযোগেই অপসারিত হয়েছেন ওয়াংখেড়ে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এনসিবির দক্ষিণ পশ্চিাঞ্চলীয় শাখার ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন জানান, শুধু আরিয়ান খানের মামলা নয়; এই মামলা ছাড়াও চলমান আরও ৬ টি মামলার প্রধান তদন্ত কর্মকর্তা ছিলেন এনসিবির মুম্বাই শাখার এই পরিচালক। সব মামলা থেকেই তাকে অব্যহতি দেওয়া হয়েছে।

দিল্লির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সঞ্জয় সিংহের নেতৃত্বে এনসিবির অপরাশেন শাখার একটি বিশেষ দল আরইয়ান খানের মামলাসহ অন্য ৬ মামলার তদন্ত করবে বলে শুক্রবারের সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুথা অশোক জৈন। আগামী রোববার থেকে মামলার দায়িত্ব নেবে সঞ্জয় সিংহের নেতৃত্বাধীন দল।

এনসিবির সদর দফতর দিল্লির এক কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, সমীর ওয়াংখেড়েরের বিরুদ্ধে সম্প্রতি ৮ কোটি টাকা ঘুষ গ্রহণসহ একাধিক অনিয়মের অভিযোগ এসেছে। ইতোমধ্যে এসব অভিযোগের তদন্ত শুরু করেছে এনসিবি। এ কারণেই আরইয়ান খানের মামলাসহ অন্যান্য মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে ওয়াংখেড়েকে।

গত সপ্তাহে অবশ্য এনসিবি কর্তৃপক্ষ প্রকাশ্যে জানিয়েছিল, সমীর ওয়াংখেড়ে একজন ‘ক্লিন ইমেজের’ কর্মকর্তা এবং গোটা সংস্থায় তিনি সততা ও ন্যায়পরায়ণতার উদাহারণ।

তবে এনসিবি সূত্রে জানা গেছে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে ইতোমধ্যে সংস্থার উপ মহাপরিচালক জ্ঞানেশ্বর সিংকে প্রধান করে ৫ সদস্যের একটি দাফতরিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি গত সপ্তাহে মুম্বাই গিয়ে সমীর ওয়াংখেড়ের সাক্ষ্যও নিয়ে এসেছে।

তবে সমীরের দাবি- তাকে অপসারণ করা হয়নি, নিজের ইচ্ছেতেই তিনি ‘সরে দাঁড়িয়েছেন’। এনডিটিভিকে তিনি বলেন, ‘আমাকে অপসারণ করা হয়নি। গত সপ্তাহে মুম্বাই হাইকোর্টে আমি আবেদন করেছিলাম এই মামলা (আরইয়ান খান) যেন সিবিআই বা এনআইএর মতো কোনো কেন্দ্রীয় সংস্থার অধীনে দেওয়া হয়। আমি তদন্ত কর্মকর্তার পরিবর্তে পরামর্শক হিসেবে থাকতে চাই। এনসিবি এতে একমত হয়েছে।’

গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান খানসহ বেশ কয়েক জনকে মাদক নেওয়ার অভিযোগে আটক করে সমীরের নেতৃত্বে এনসিবির একটি দল। তার পর থেকেই বিতর্কের কেন্দ্রে আছেন তিনি।