অস্ত্রোপচারের পর আইসিইউতে নেওয়া হয়েছে অভিনেতা সাইফ আলী খানকে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলি খানকে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে সাইফের বান্দ্রার বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে সাইফ আলি খানের ওপর আক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর অভিনেতা শঙ্কামুক্ত রয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ শিরদাঁড়ার বেশ আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে তিনি স্থিতিশীল এবং সুস্থ আছেন। দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।
সাইফের চিকিৎসক নীরজ উত্তমণির বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সাইফ আলি খানের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সে সুস্থতার পথে। অপারেশন শেষ, তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
চিকিৎসক এও জানিয়েছেন, হয়ত দুই-একদিনের মধ্যে সাইফকে ওয়ার্ডে স্থানান্তর করা হবে। ইনজুরি গভীর ছিল, কিন্তু আমাদের দল পরিস্থিতি ভালোভাবে সামলেছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে সাইফের সহযোগী দলের সদস্যরা এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপদ মুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকেরা সব সময় নজর রাখছেন। পরিবারের সমস্ত সদস্য নিরাপদে রয়েছেন। এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।