আর্মেনিয়ার ইয়েরেভানে একটি মার্কেটে বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। এসময় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আহত হয়েছে আরও অন্তত ৬০ জন। স্থানীয় সময় রোববার (১৪ই আগস্ট) বিকেলে সুরমালু মার্কেটের একটি আতশবাজির কারখানায় এ ঘটনা ঘটে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, সুরমালু মার্কেটের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই গোটা বাজারে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে পুড়ে ধসে পড়ে দোকানপাট। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন অনেকে। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

আতশবাজির কারখানায় কিভাবে বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখছে পুলিশ।