যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় কিশোর নিহত হয়েছে। রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে চলা অনুমোদনহীন এক সংগীতানুষ্ঠানে বন্দুকধারী হামলা করে। এসময় গুলিতে ১৫ বছরের এক বালক নিহত হয়।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে ১৫ বছরের এক বালক নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় পুলিশ অফিসারসহ ৩ জন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।মোচেলা নামে পরিচিত এই অনুষ্ঠানটি মেট্রোপলিটন পুলিশ বিভাগ এরই মধ্যে বন্ধ করে দিয়েছে।
গুলিতে আহত পুলিশ কর্মকর্তা সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন ওয়াশিংটনের পুলিশপ্রধান রবার্ট জে কন্টি।
পুলিশপ্রধান জানিয়েছেন, গুলিতে আহত অন্য দুজনের অবস্থা স্থিতিশীল।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কেউ পুলিশ হেফাজতে আছেন কি না এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাতের ঘটনায় পুলিশ কোনো গুলি ছোড়েনি।
পুলিশপ্রধান রবার্ট জে কন্টি জানিয়েছেন, অনুমোদন ছাড়া অনুষ্ঠান পরিচালনাকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।
এ বছরের প্রথম ২২ সপ্তাহের মধ্যে ২৪৬টি নির্বিচারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি সপ্তাহে গড়ে ১১টি গুলির ঘটনা ঘটেছে। জুনের প্রথম সপ্তাহেই নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে ১১টি।
এ বছরের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে। ১৮ বছর বয়সী এক তরুণ বন্দুকধারী গ্রেড-৪-এর ক্লাস লক্ষ্য করে হামলা চালালে ১৯ শিশুসহ ২১ জন নিহত হয়। সেই হামলায় আহত হয় আরও ১৭ জন। বন্দুকধারী সালভাদর রামোসও পুলিশের গুলিতে নিহত হন।