টানা তৃতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। শনিবার রাতের খেলায় নটিংহামের কাছে আর্সেনাল হেরেছে ১-০ গোলে। এই হারের ফলে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে ম্যানসিটির।
গত ছয় মৌসুমে এটি সিটির পঞ্চম লিগ শিরোপা। ট্রেবলের দৌড়ে থাকা সিটির এটা মৌসুমের প্রথম শিরোপা। এখন এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ইতিহাস গড়বে পেপ গার্দিওলার দল।
শিরোপা লড়াইয়ে থাকার জন্য নটিংহামের বিপক্ষে জিততেই হতো আর্সেনালের। কিন্তু ম্যাচের ১৯ মিনিটে পিছিয়ে পড়ে তারা। এ ম্যাচ আর্সেনাল যদি ড্রও করত, তাদের পয়েন্ট হতো ৮২। তাদের হাতে আছে আর একটি ম্যাচ। সেটি জিতলে তাদের পয়েন্ট হবে ৮৫।
সিটি ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে। তারা যদি তাদের অবশিষ্ট তিনটি ম্যাচ হেরেও যায়, তার পরও শীর্ষেই থাকবে। কারণ প্রিমিয়ার লিগে পয়েন্ট সমান হলে দেখা হয় গোল ব্যবধান। সেখানে বিশাল ব্যবধানে এগিয়ে সিটি।