উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া জুড়ে ভয়াবহ দাবানলে ১০ জন সেনা সদস্যসহ ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। উত্তর আফ্রিকার এই দেশটির ১৬ টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা। খবর বিবিসির।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় দশজন সেনা নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

জলবায়ু সঙ্কট বিশ্বজুড়ে প্রকট আকার ধারণ করেছে, যার ফলে ঘন ঘন তাপপ্রবাহ, বন্যা, দাবানলসহ আরো মারাত্মক বিপর্যয় ঘটছে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরাতে ১৫০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এই দাবানলের অনুসন্ধানে বিচার বিভাগী তদন্ত শুরু করেছে।