বলিউডের দর্শকপ্রিয় দুই তারকা আলিয়া ভাট এবং রণবীর কাপুর। গত এপ্রিলে তারা বিয়ে করেন। সংসার এখনো তেমন সামলাতে না শিখলেও কেরিয়ারের দিকে সম্পূর্ণ ফোকাস রয়েছে তাঁর। বলিউডে আলিয়ার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ হিট হয়েছে। হলিউড ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। রণবীরও একের পর এক ছবি সাইন করছেন।

এদিকে তাদের দাম্পত্য জীবন কেমন চলছে ভক্তদের মধ্যে এ নিয়ে রয়েছে নানা কৌতূহল। ব্রহ্মাস্ত্রর প্রচারে এসে ব্যক্তিগত জীবন সম্পর্কে একাধিক তথ্য শেয়ার করেছিলেন রণবীর। এবার এক সাক্ষাৎকারে আলিয়ার সম্পর্কে এক বিষ্ফোরক মন্তব্য করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রণবীর জানিয়েছেন, আলিয়ার সঙ্গে ঘুমাতে গিয়ে তার ভালো ঘুম হয় না। বিপত্তি আলিয়ার শোওয়ার ধরনে। সন্তানসম্ভবা হওয়ায় আলিয়া ঘুমের পর ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। তার মাথা থাকে এক দিকে, আর পা অন্য দিকে। এজন্য বিছানার এক কোণে ক্রমে রণবীর গুটিয়ে যেতে থাকেন। ফলে রণবীরের ঘুমাতে সমস্যা হয়।

এদিকে স্ত্রীর শোয়ার ধরন নিয়ে রণবীর অভিযোগ করলেও আলিয়া কোনো পাল্টা অভিযোগ করেননি। তিনি উল্টো প্রশংসাই করেছেন রণবীরের। বলেছেন, রণবীরের শোওয়ার ধরন নিয়ে তার কোনো সমস্যা নেই, আর রণবীর নাকি দারুণ শ্রোতা, আর এটাই ভাল লাগে আলিয়ার।

এর আগে রণবীর দাবি করেছিলেন, আলিয়াকে ছাড়া এক পাও নড়তে পারেন না তিনি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ইশার (আলিয়া) একটি সংলাপ রয়েছে যেখানে তাকে বলতে শোনা যায়, শিবা (রণবীর) তাকে ছাড়া অসম্পূর্ণ। বাস্তব জীবনেও কি তাঁরা একে অপরের উপরে নির্ভরশীল?

প্রশ্নের উত্তরে অভিনেতা বলেছিলেন, “আমি খুব বড়াই করি যে আমি আত্মনির্ভর, উদাসীন। কিন্তু বাস্তবে আমি আলিয়ার উপরে খুব নির্ভরশীল। আলিয়া কোথায় তা না জানলে আমি বাথরুমেও যাই না, খাইও না। ওকে সবসময় আমার পাশে পাশে চাই। প্রেম করতে হবে না বা কথাও বলতে হবে না। শুধু আমার পাশে বসে থাকলেই হবে।”