সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে সংঘর্ষে ছয় বেসামরিক নাগরিকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার এই সংঘর্ষের ঘটনায় দুপক্ষই একে অপরকে দায়ী করেছে। খবর আল জাজিরার।

এমন এক সময়ে এই সংঘর্ষের ঘটনা ঘটল, যখন সম্প্রতি এসডিএফ-এর একটি প্রতিনিধিদল দামেস্কে সরকারের সঙ্গে আলোচনা করে আসে। ওই আলোচনায় এসডিএফ যোদ্ধাদের সিরিয়ার জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়টি উঠে এলেও তা অচলাবস্থায় পড়ে। এর আগে গত মাসের শেষ দিকেও আলেপ্পোতে সিরীয় সেনা ও এসডিএফের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসডিএফ আলেপ্পো শহরের তাদের নিয়ন্ত্রিত এলাকার পাশের কয়েকটি আবাসিক এলাকা ও সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। পাশাপাশি সেনাবাহিনীর একটি অবস্থানে হামলায় একজন নিহত হন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এসডিএফ তাদের ‘উসকানিমূলক তৎপরতা ও আগ্রাসন’ অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে ‘যথাযথ জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে এসডিএফ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় দামেস্ক সরকারের মিত্র বিভিন্ন গোষ্ঠীর চালানো নির্বিচার কামান ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই নারীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় ভারী মেশিনগানের গুলিবর্ষণ ও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।