ভারী বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। কয়েকদিনের মষুলধারে বৃষ্টিপাতে আসামের বেশির ভাগ জায়গা প্লাবিত। শনিবার আসাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতিতে ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ এবং ৩ হাজার ২০০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে গত ৯ দিনের বন্যায় ২৯ জন মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

রোববার (২২ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নদ-নদীর পানি বেড়ে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। ৯০ হাজার মানুষের আশ্রয় হয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রে। শুধু আসামেই বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন।

বিহারে রাজ্যে গত বৃহস্পতিবার বজ্রাঘাতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই রাজ্যে বন্যায় বহু হেক্টর আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে প্রশাসন।