ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অবিরাম বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে রাজ্যের বেশ কিছু জায়গায়। বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘন্টায় আসাম ও মেঘালয় রাজ্যে প্রাণ হারিয়েছে ৯জন।
২৫ জেলার অন্তত ১১ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বন্যা কবলের পড়েছে নতুন গঠন করা বাজালি জেলা। ব্রহ্মপুত্র ও গৌরঙ্গা নদীর পানি অনেক জায়গায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পানিতে তলিয়ে গেছে ১৯ হাজার ৭৮২ হেক্টর জমির ফসল। দেড় হাজারেরও বেশি গ্রাম পানির নিচে বলে জানিয়েছে রাজ্য সরকার। ধসে পড়েছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা।
অরুণাচল রাজ্যেও ভারী বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।