পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বোমা বিস্ফোরণে ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩০ জন। আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন। এতে বলা হয়, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত একটি র‍্যালিতে বোমাটি বিস্ফোরণ হয়।

প্রতিবেদনে বলা হয়েছে,  শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ ঘটনা ঘটে। শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাঈদ মিরওয়ানি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ জাভেদ লেহরি বলেন, বিস্ফোরণটি আত্মঘাতী ছিল। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দেশটির প্রশাসক আতা উল্লাহ বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 
তিনি আরও বলেন,  ‘আলফালাহ রোডে মদিনা মসজিদের কাছে ঈদ-ই-মিলাদুন নবীর মিছিলের জন্য লোকজন জড়ো হচ্ছিল। সেসময় এই বিস্ফোরণটি ঘটেছে।’
 
বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, ‘মাস্তুংয়ে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।  গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে আর সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
তিনি বলেন, শত্রুরা বিদেশি আশীর্বাদে বেলুচিস্তানে ধর্মীয় সহনশীলতা ও শান্তি বিনষ্ট করতে চায়।

এ হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বুগতি।

তবে এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।