ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে তিন জায়ান্ট চেলসি, টটেনহ্যাম ও লিভারপুল। তবে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবার রাতে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। ৫ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট এখন ১২।
প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে বড় জয় পেয়েছে চেলসিও। ওয়েস্টহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে অলব্লুজরা। এই জয়ে ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১০। উঠে এসেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।
আরেক জায়ান্ট টটেনহ্যামও ঘরের মাঠে জয় পেয়েছে। ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। ৫ ম্যাচে ৭ পয়েন্টের সুবাদে তাদের অবস্থান এখন টেবিলের ১০ নম্বরে।
গতবার চমক দেখানো অ্যাস্টন ভিলা গতরাতে উড়িয়ে দিয়েছে উলভসকে। ৫ ম্যাচে ৪ জয়ের সুবাদে তাদের পয়েন্ট এখন ১২ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের তিনে অবস্থান করতে হচ্ছে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। তবে সিটিজেনরা ম্যাচ খেলেছে একটি কম।
এদিকে, জায়ান্ট জয়ের রাতে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা ক্রিস্টাল প্যালেসের সাথে গোলশূন্য ড্র করেছে। তাতে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে অবস্থান করতে হচ্ছে রাশফোর্ড-অ্যারিকসনের দলকে।