সাত ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক পাকিস্তান। বুধবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে পাকিস্তান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ ৬৩ রানের ইনিংসে ১০ উইকেটে ১৪৫ রান করে স্বাগতিকরা। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মার্ক উড।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের বিপক্ষে বেশি সুবিধা করতে পারেনি ইংলিশ ব্যাট্সমেনরা। অধিনায়ক মইন আলীর অপরাজি ৫১ রানের ইনিংসে ৭ উইকেটে ১৩৯ রান করলে শেষ হয় ম্যাচ নির্ধরিত ২০ ওভার। ফলে ৬ রানের জয় নিশ্চিত হয় পাকিস্তানের।
দলের পক্ষে ২টি উইকেট নিয়েছেন হারিস রউফ। আর ১টি করে উইকেট নিয়েছেন নাওয়াজ, ওয়াসিম, ইফতিখার, আমের ও সাদাব খান। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।