কাতার বিশ্বকাপ ফুটবল সামনে রেখে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ওমানকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। বুধবার (১৬ই নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় ওমানের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথর্মাধ থেকেই চাপ দিতে দেখা যায় জার্মানিকে। ১০তম মিনিটে তাদের একটি সুযোগ তৈরী হলেও তা কাজে লাগাতে পারেনি। খেলার ১৫তম মিনিটে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে ওমান।
২৬তম মিনিটে জার্মানির ম্যাথিয়াস জিন্টার ও লিওন গোরেটজকারের মধ্যে একটি ভালো মিশ্রন দেখা গেলেও শেষ পর্যন্ত আটকিয়ে দেয় ওমানের ডিফেন্ডাররা। খেলার দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে গোল পাওয়ায় চেষ্টায় আরও চাপ দিতে থাকে জার্মানি। কিন্তু তাদের সব চেষ্টা বিফলে যেতে থাকে।
অবশেষে খেলার ৮০তম মিনিটে জার্মানির জোনাস হফম্যান কাই হাভার্টজের কাছে একটি বল এগিয়ে দেন। হাভার্টজ বলটি বক্সের মধ্যে বাড়িয়ে দিলে নিকলাস ফুলক্রুগে তা শান্তভাবে স্লাইড করে। আর এতেই তারা প্রথম লিড নিয়ে নেয়।
সবশেষে জার্মানি আরও চেষ্টা করলেও আর কোনো গোলের দেখা পায়নি। এদিকে শূন্য গোল নিয়েই মাঠ ছাড়তে হয় ওমানকে।