হারতে বসা ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২৭ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল (শুক্রবার) রাতে ব্লুমফন্টেইনে আগে ব্যাট করতে নেমে ২৯৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটে নেমে ২৭১ রানে অলআউট হয় ইংল্যান্ড।
টস জিতে আগে ব্যাটে নামা দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। তাদের প্রথম উইকেট জুটিতে আসে ৬১ রান। বাভুমা ২৮ বলে ৩৬ রানে আউট হলে ভাঙে জুটি। এরপর ফেরেন ৪১ বলে ৩৭ রান করা ডি ককও। দলীয় ৮৭ রানে কারেনের শিকার হয়ে ফেরেন এ ওপেনার।
দুই ওপেনারকে হারানোর পর এইডেন মার্করামকে নিয়ে জুটি গড়েন ফন দার ডুসেন। ডুসেন এক প্রান্ত আগলে রাখলেও থিতু হতে পারেননি মার্করাম। তবে হেনরিখ ক্লাসেনকে সঙ্গে নিয়ে প্রোটিয়াদের ১৭১ রানে পৌঁছে দেন ডুসেন। ৩০ রান করা হেনরিখকে ফিরিয়ে এ জুটি ভাঙেন আদিল রশিদ।
এরপর ডুসেন ও ডেভিড মিলারের জুটিতেই চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। এই জুটিতে আসে ১০১ বলে ১১০ রান। ১১৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ১১১ রান করেন ডুসেন। আর মিলারের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৫৩ রান। ইংল্যান্ডের হয়ে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন কারেন।
২৯৯ রানের লক্ষ্যটা খুব সহজ না হলেও, দুই ওপেনার জেসন রয় ও ডেভিড মালান শুরুতেই ঝড় তোলেন। ১৯ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ১৪৪ রান তুলে ফেলে ইংল্যান্ড। মালান ৫৫ বলে ৫৯ রান কওে ফিরলে ভাঙে জুটি।
দলের খাতায় ৬ রান যোগ হতে পড়ে আরো দুই উইকেট। তবে অপরপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন জেসন রয়। ১১৩ রান করে রয় ফিরতেই ইংল্যান্ডের ব্যাটিং লাইন যেন তাসের ঘর। ২৭১ রানে গুটিয়ে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা হেরেই যায় জস বাটলারের দল। এনরিখ নোকিয়া ১০ ওভারে ৬২ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট।
২৭ রানে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। এই জয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার আশাটাও বাঁচিয়ে রাখল তারা।