ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিত হার দেখেছে ম্যানচেস্টার সিটি। তাদের প্রথমবার হারানোর ইতিহাস গড়েছে বোর্নমাউথ। ঘরের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে সিটিকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসে লিভারপুল। এই ম্যাচে শুরুতেই পিছিয়ে যায় স্বাগতিকেরা। ম্যাচের ১৪তম মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন ফার্দি কাদিগলু। সিটির মতো লিভারপুলও বিরতিতে যায় ০১ গোলে পিছিয়ে থেকে।
৬৯ মিনিটে সেই গোল শোধ দেয় লিভারপুল। কোডি গাকপোর পায়ে সমতায় ফেরে স্বাগতিকরা। এর তিন মিনিট পর মোহাম্মদ সালাহর দুর্দান্ত গোলে লিড নেয় অলরেডরা। ব্রাইটন সমতায় ফিরতে না পারলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় লিভারপুল।
এদিকে, নতুন কোচ আর্নে স্লটের অধীনে খেলা লিভারপুল ১৫ ম্যাচে পেয়েছে ১৩তম জয়। সিটির চেয়ে তারা এগিয়ে আছে দুই পয়েন্টের ব্যবধানে।
উল্লেখ্য মোট ১০ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট ১৯ পয়েন্ট তৃতীয় এবং আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।