ইউক্রেনকে আরও সাড়ে ২২ কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। স্থানীয় সময় শুক্রবার ফ্রান্সের প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক বৈঠকে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন।

এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বৈঠকে সামরিক সহায়তায় কয়েক মাস বিলম্বের জন্য জেলেনস্কির কাছে প্রকাশ্যে দুঃখও প্রকাশ করেছেন বাইডেন। ফ্রান্সে ডি-ডে’র ৮০তম বার্ষিকী উপলক্ষে সফরকালে বৈঠক করেন দুই নেতা।

বৈঠকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন জেলেনস্কি। এসময় অস্ত্র পৌঁছাতে দেরি হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেন বাইডেন। বলেন, বিল পাস সংক্রান্ত জটিলতার কারণেই দেরি হচ্ছে এটি। এসময় নতুন করে আরও ২২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন।

এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, নতুন করে দেয়া মার্কিন সামরিক সহায়তার সাহায্যে ইউক্রেনের বাহিনী বিশেষ করে খারকিভের আশেপাশে রুশ অগ্রগতি ঠেকাতে সক্ষম হয়েছে। খারকিভে রুশ বাহিনীর অগ্রগতি শেষ হয়ে গেছেও বলে অভিমত তার।