ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। এ হামলায় শহরটির কাছে ভিলনিয়ানস্কে একটি আবাসিক ভবনে সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে জাপোরিঝিয়ার একটি গ্যাস উৎপাদন কেন্দ্র এবং ডিনিপ্রোর একটি ক্ষেপণাস্ত্র কারখানা লক্ষ্য করেও হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কিয়েভের কর্মকর্তারা।
হামলার পর রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলীয় শহর ভিনিসিয়া, দক্ষিণ-পশ্চিমে ওডেসা বন্দর শহর এবং উত্তর-পূর্বের সুমি শহর বিদ্যুৎহীন রয়েছে। এতে প্রায় এক কোটি মানুষ তাপ সরবরাহের ভোগান্তিতে রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।