বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকো থেকে পণ্য আমদানিতে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার প্রভাবেই সোনার দর তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
সোমবার (১৪ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে সকাল ১০টার দিকে স্পট গোল্ড প্রতি আউন্স ৩ হাজার ৩৫৪ দশমিক ৮৩ ডলারে লেনদেন হয়েছে। যা গত ২৩ জুনের পর সর্বোচ্চ দর। এ ছাড়া ফিউচার মার্কেটেও সোনার দাম দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৩৭১ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা আবারও সোনার দিকে ঝুঁকছেন, যা মূলত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।
এর আগে গত শনিবার (১২ জুলাই) ট্রাম্প ঘোষণা দেন, আগামী ১ আগস্ট থেকে ইইউ এবং মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সেই ঘোষণা বাজারে উত্তেজনা তৈরি করেছে।
এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ৮ জুলাই থেকে কার্যকর হয়েছে।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম:
২২ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা
২১ ক্যারেট: ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা
সনাতন পদ্ধতির: ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা