ইউক্রেনের দক্ষিণ ওডেসা অঞ্চল পুলিশ ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েক জন। আজ শুক্রবার (৮ই সেপ্টম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়র্টাস এসব তথ্য জানিয়েছে।
ক্লাইমেনকো বলেছেন, রুশ হামলায় পুলিশ প্রশাসনিক ভবনটি ধ্বংস হয়ে গেছে। এ সময় ভবনটির ভিতরে থাকা একজন পুলিশ নিহত হয়। তিনি জানান, উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে ভর্তি করেছে।
আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক বলেছেন, তিনটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে এবং একটি উচ্চ ভবনসহ সাতটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি জানান, রাশিয়া পঞ্চম ড্রোন হামলা চালিয়েছে দক্ষিণ ওডেসা অঞ্চলে।