আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ঘোষণা না দিয়েই আচমকা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েক ঘণ্টার জন্য অবস্থান করেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদম্যামের খবর অনুযায়ী, পোল্যান্ড সফরে গিয়েছিলেন জো বাইডেন। সেখান থেকেই যান কিয়েভ। বাহন হিসেবে জো বাইডেন ব্যবহার করেন ট্রেন।
দ্য নিউইয়র্ক টাইমস বলছে, প্রতিবেশী পোল্যান্ডের সীমান্ত থেকে সোমবার সাত ঘণ্টার ট্রেন যাত্রার পর দেশটিতে পৌঁছান তিনি। কিয়েভের মাটিতে কয়েক ঘণ্টা কাটানোর পর রাত্রিযাপন না করেই আবারও ট্রেনে রওয়ানা হন তারা। কিয়েভে বাইডেনের এই সফর একেবারে গোপনে সম্পন্ন হয়েছে। ওয়াশিংটন ত্যাগ থেকে কিয়েভে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত এই সফরের ব্যাপারে সরকারিভাবে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি।
সফরকালে কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন বাইডেন। এসময় দূরপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি ইউক্রেনেকে ৫০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন।
আগামী সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা দেয়ার কথাও জানিয়েছেন তিনি। এসময় ইউক্রেনের নাগরিকদের বীর ও দেশপ্রেমিক বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করায় তাদের প্রশংসা করেছেন তিনি।
তবে, কিয়েভে বাইডেনের সফর মস্কোকে উত্তেজিত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
বাইডেনের আকস্মিক কিয়েভ সফর মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত এক বক্তৃতার ঠিক এক দিন আগে হয়েছে। তবে রাশিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করেছে, মস্কোকে আগেই এ সফরের কথা জানানো হয়ছে।
ভ্লাদিমির পুতিনের সাবেক মুখপাত্র সের্গেই মারকভ জানান, ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই জো বাইডেন কিয়েভ সফরে এসেছেন। বাইডেনের কিয়েভ সফরের সফর কোনও রকেট হামলা ও বিমান হামলা চালানো হবে না বলে পুতিন নিশ্চয়তা দিয়েছেন।