বিশ্ব নেতাদের প্রতি ইউক্রেনের যুদ্ধ বন্ধে জোরালো প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়্যেপ এরদোয়ান।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে  যোগ দিতে বর্তমানে স্পেনের রাজধানী মাদ্রিদে রয়েছেন এরদোয়ান। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ন্যায়সংগত শান্তিতে কোনও পরাজয় নেই।’

এরদোয়ান আরও বলেন, তার দেশ ‘একটি ভারসাম্যপূর্ণ নীতি’ অনুসরণের চেষ্টা করছে। কারণ রুশ জ্বালানি আমদানির ওপর তার দেশ ব্যাপকভাবে নির্ভরশীল।

এদিকে ইউক্রেনকে বিনামূল্যে তিনটি ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের বহুল আলোচিত বায়রাখতার টিবি২ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান  বায়কার ডিফেন্সের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।