নতুন বছরের দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভের ভেতরে-বাইরে জরুরী অবকাঠামোতে রাশিয়া ড্রোন হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এর ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার (২ ডিসেম্বর) ভোর তিনটা পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের আকাশে ২০টি বস্তু ধ্বংস করেছে বলে জানিয়েছে সেনা প্রশাসন।
কিয়েভের গভর্নর ওলেকসি কুলেবা টেলিগ্রাম অ্যাপে এক পোস্টে বলেন, ‘রাত্রিকালীন ড্রোন হামলার ফলে এই অঞ্চলে ও রাজধানীতে উচ্চ শব্দ হচ্ছে’।
তিনি আরও বলেন, জরুরী অবকাঠামোকে লক্ষ্য করে রাশিয়া একাধিক শাহেদ ড্রোন হামলা চালিয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
এদিকে হামলার ফলে কিয়েভের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ ও তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিতালি ক্লিচকো।
এর আগে তিনি জানিয়েছিলেন, রাজধানীর উত্তর-পূর্বে একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসস্তূপের আঘাতে একজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রাস্তা ও ভবন।
অন্যদিকে, সোমবার ভোরে দিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে আঞ্চলিক সামরিক কমান্ড।
এর আগে নতুন বছরের প্রথম দিনে ইউক্রেন ইরানের তৈরি ৪৫টি শাহেদ ড্রোন ভূপাতিত করে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ‘ড্রোন, মিসাইল, কোনও কিছুই তাদের সাহায্য করবে না। কারণ আমরা সবাই একতাবদ্ধ। আর তারা একত্রিত শুধু ভয়ের কারণে’।
তবে নববর্ষের ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোরভাবে জানিয়ে দিয়েছেন, ইউক্রেনের ওপর তার হামলায় কোনও বিরাম দেয়া হবে না।