তুষারঝড় স্টেলার আঘাতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত দশ জনের মৃত্যুর খবর পাওয়ার গেছে। তুষারঝড় নিউইয়র্ক অতিক্রম করলেও, এর প্রভাবে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রবাসীদের। ঘরবাড়ির আশপাশসহ সড়কের দু’ধারে তুষারের স্তূপ ছাড়াও রাস্তাঘাটে জমাট বাধা অদৃশ্য বরফে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের কর্মজীবন।
ভয়াবহ এই তুষারঝড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত টেক্সাস। শুধুমাত্র এই অঙ্গরাজ্যটির ডালাস এবং অস্টিনের বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে আট শতাধিক ফ্লাইট। এছাড়া নিউ ইংল্যান্ডের বৃহত্তম শহর বোস্টনে জারি রয়েছে তিন দিনের সতর্কতা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালানোর পর তুষারঝড়টি ক্রমশ উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সেখানকার তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
এছাড়া, তুষারঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে যুক্তরাজ্যের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহব্যাপী তুষারঝড়টি প্রবল আঘাত হানবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বেশকিছু অংশে। সেইসাথে কিছু অংশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত।