ইউক্রেনে রুশ আগ্রাসনকে একটি বৈশ্বিক ইস্যু হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার টোকিওতে কোয়াড সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সংকট আন্তর্জাতিক শৃঙ্খলা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন তিনি।এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জো বাইডেন বলেন, ইউক্রেনের সংকট শুধু ইউরোপের একার সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট আন্তর্জাতিক শৃঙ্খলা, আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বজায় রাখার গুরুত্বকে বাড়িয়ে তুলেছে।

যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কোয়াড জোটের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন মিত্রদের পাশে দাঁড়াবে। মুক্ত ও স্বাধীন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় উদ্যোগ নেবে।’

‘বিশ্বের কোথাও আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মতো বিষয়গুলো লঙ্ঘন করা হলে তা প্রতিরোধ করা হবে,’ যোগ করেন বাইডেন।