ভারতের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় অবস্থিত সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ বুধবার (১২ই এপ্রিল) সকালে এই গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একটি অনুসন্ধান অভিযান চলমান রয়েছে। স্টেশন কুইক রিয়্যাকশন টিম মাঠে কাজ করছে। এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে। চারজন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ছয় ঘণ্টা উত্তরে অবস্থিত সেনা ঘাঁটিটিতে বেশিরভাগ সৈন্য পরিবার নিয়ে থাকেন। এটি একটি আবাসিক সেনা ঘাঁটি।