ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল সের্গেই সুরোভিকিন। চলমান যুদ্ধের জন্য কমান্ডার হিসেবে তাকে দায়িত্ব দিলো পুতিন প্রশাসন। শনিবার (৮ই অক্টোবর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৫ বছর বয়সী এই জেনারেল এত দিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।
সের্গেই সুরোভিকিন ইউক্রেন যুদ্ধের আগেও রুশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চলতি শতকের শুরুর দিকে চেচনিয়ায় দায়িত্ব পালন করছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন সিরিয়া যুদ্ধে রুশ বাহিনীরও।যুদ্ধে নিষ্ঠুরতার জন্য কুখ্যাতিও রয়েছে তার।
ইউক্রেনে রুশ বাহিনীর নতুন এই নেতাকে জেল খাটতেও হয়েছিল। ১৯৯১ সালে মস্কোয় একটি ব্যর্থ অভ্যুত্থানের সময় তার অধীনে থাকা সেনারা তিনজন বিক্ষোভকারীকে হত্যা করেন। এরপর অন্তত ছয় মাস তাঁকে কারাগারে কাটাতে হয়। পরে অবশ্য কোনো শুনানি ছাড়াই মুক্তি পেয়েছিলেন তিনি।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৯৯৫ সালে অবৈধ অস্ত্র বাণিজ্যের দায়ে সুরোভিকিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে পরে বরখাস্তের ওই আদেশ ফিরিয়ে নেওয়া হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায়ও রয়েছেন এই রুশ সামরিক কর্মকর্তা। গত ২৪ ফেব্র“য়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর আগের দিন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেখানে বলা হয়, তিনি ইউক্রেন ঘিরে আকাশপথে চালানো বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দায়ি।