আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া পর্যটকবাহী একটি ডুবো জাহাজ সাব মেরিন নিখোঁজ হয়েছে। সাগরের তলদেশে যাওয়ার ২ ঘন্টার মধ্যে ডুবো জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নিখোঁজ হওয়া ডুবোজাহাজ খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার নৌবাহিনী। বিভিন্ন সমুদ্র সংশ্লিষ্ট সংস্থাগুলোও উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। ডুবোজাহাজটিতে চালক ও একজন ক্রুসহ মোট পাঁচজন আরোহী ছিলেন।
এটি সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পর্যটকদের নিয়ে যাচ্ছিল। রোববার সমুদ্রের নিচে যাওয়ার ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই দিনেও জাহাজটির কোনও সন্ধান মিলছে না।
এটিতে সাধারণত চারদিনের অক্সিজেন মজুদ থাকে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির নাম ‘টাইটান’। পানির তলদেশে গবেষণা ও অনুসন্ধানের কাজেও এটি ব্যবহৃত হতো। এর মালিক মার্কিন প্রতিষ্ঠান ওশানগেটের পক্ষ থেকে জানানো হয়েছে, হারিয়ে যাওয়া ডুবোজাহাজটির আরোহীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
নিখোঁজ ডুবো জাহাজে (সাবমেরিন) একজন ব্রিটিশ, একজন ফরাসী ও পাকিস্তানি বাবা ও তার ছেলে রয়েছে।