ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিজেদের সাংবাদিক, স্বতন্ত্র গণমাধ্যম গোষ্ঠী মিডিয়াজোনা ও স্বেচ্ছাসেবীদের বরাত দিয়ে নিহতের এ সংখ্যার কথা জানিয়েছে।
চলমান এ যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০-এরও বেশি রাশিয়ান সৈন্য মারা গেছেন, যা প্রথম বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।
বিবিসি বলছে, এই সংখ্যায় রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্কের মিলিশিয়া বাহিনীর যাদের মৃত্যু হয়েছে তাদের যুক্ত করা হয়নি। এদের যুক্ত করা হলে মৃতের সংখ্যা আরও বেশি হবে।
২০২২ সালে ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃতের হিসাব রাখছে বিবিসি রাশিয়া, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা। রাশিয়ার বিভিন্ন কবরস্থানে নতুন কবরের তালিকা থেকে নিহত সেনাদের পরিচয় নিশ্চিত করছে এসব প্রতিষ্ঠান।
বিবিসি জানিয়েছে, যুদ্ধের বিভিন্ন দাপ্তরিক প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক মাধ্যমের মতো ওপেন সোর্স থেকে নিহতের সংখ্যা বের করা চেষ্টা করেছে। বিবিসি বলছে, যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০ রুশ সেনা মারা গেছেন। এনিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়া।
বিবিসি আরও জানিয়েছে, রুশ সেনা নিহত হওয়ার এই পরিসংখ্যানে রাশিয়া অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্কে নিহত মিলিশিয়াদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়। সেগুলো হিসাবে নিলে সামগ্রিক সেনা মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের কয়েক গুণ বেশি হবে। তবে এ সংখ্যা নিয়ে রুশ কর্তৃপক্ষ কোনো কথা বলেনি।
এদিকে ইউক্রেনও যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা খুব কমই প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধের দু’বছর পূর্তিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। যদিও বিবিসি বলছে, প্রকৃত সংখ্যা এই চেয়ে অনেক অনেক বেশি হবে।