উয়েফা ইউরোপা লিগে বুকায়া সাকোর গোলে কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) রাতে গ্লিমটকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে মূল খেলোয়ড়দের ছাড়াই এদিন মাঠে নামে আর্সেনাল। শুরু থেকেই গ্লিমটকে চেপে ধরে তারা। ম্যাচের দশম মিনিটে আর্সেনালের কাছে আসে প্রথম সুযোগ। মার্টিন ওডেগার্ডের বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান সাম্বি লোকাঙ্কা। তবে তার শট চলে যায় গোলবারের সামান্য বাইরে দিয়ে।
ম্যাচের দ্বিতীয় সুযোগটি আর্সেনালের কাছে আসে ২৪তম মিনিটে। এখান থেকেই আসে ম্যাচের একমাত্র গোলটি। সাম্বির পাস থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান বুকায়া সাকো।
ম্যাচের বাকি সময়ে আর গোল না হলেও আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে। অবশ্য আক্রমণে এগিয়ে ছিল পিছিয়ে পড়া গ্লিমট। গোটা ম্যাচে তারা নয়বার প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরায়। যেখানে আর্সেনাল পেরেছে সাতবার।
এই জয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত হয়েছে আর্সেনালের। ৩ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৯।