স্প্যানিশ লিগ ফুটবলের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আসরে শুভ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের সান মেমেস স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক অ্যাথলেটিক ক্লাবকে। লা লিগায় এবারের আসরের শুভ সূচনা হলো কার্লো আনচেলত্তির দলের। দলের হয়ে অন্য গোলটা করেন রদ্রিগো গোয়েস।

বিলবাওয়ের মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল। গোলের জন্যেও অপেক্ষা দীর্ঘ হয়নি। জুড বেলিংহাম শনিবার তার লা লিগা অভিষেক ম্যাচে প্রথম গোল করেছিলেন। অভিষেকটা ঠিক সেভাবেই হয়েছে যা তিনি আশা করেছিলেন। তিনি অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লিড দ্বিগুণ করেন।

প্রথমার্ধে মাদ্রিদের দ্বিতীয় গোলটি করেন ইংল্যান্ডের তরুণ এই মিডফিল্ডার। নজরকাড়া পারফরম্যান্সে ইংলিশ মিডফিল্ডারও যেন বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে কিনতে ১ হাজার ২১৬ কোটি টাকা ব্যয় করেছে রিয়াল।

বিলবাওয়ের মাঠে বেলিংহামের সেই গোলটার আগেই আনন্দের উপলক্ষ্য ধরা দিয়েছে রিয়ালকে। ২৮ মিনিট আগে আরেক ডিফেন্ডার দানি কারভাহালের পাস থেকে রিয়ালকে এগিয়ে দিয়েছেন রদ্রিগো।

ডেভিড আলাবার আউট-সুইং করা কর্নার বিলবাওয়ের ১৮ গজ-বক্সে এসে পৌঁছলে ৩৬ মিনিটে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন ১৯ বছর বয়সী এই তরুণ।