ইউরোপা লিগ ফুটবলে জুরিখকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। বৃহস্পতিবার (তেসরা নভেম্বর) এমিরেটস স্টেডিয়ামে কিরান টিরনের গোলে জিতেছে আর্সেনাল।
আর্সেনালের সমর্থকরা আরও গোলের আশা করলেও শেষ পর্যন্ত তাদের মাত্র একটি গোল নিয়ে স্থির হতে হয়। খেলার প্রথমার্ধেই গোলের দেখা পেয়ে যায় আর্সেনাল। ১৭তম মিনিটে কিরান টিরনের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর জুরিখ চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।
এতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। অন্যদিকে জুরিখ আছে পয়েন্ট টেবিলের একদম নিচে।