ফিফা র‍্যাংকিংয়ের ৭৪তম স্থানে জর্জিয়া। যা এবারের ইউরো টুর্নামেন্টের দলগুলোর মধ্যে সর্বনিম্ন। এছাড়া এই দলটা এবারই প্রথমবার খেলতে এসেছে ইউরোপের সর্বোচ্চ আসরে। আর প্রথমবারেই বাজিমাৎ। রোনালদোর পর্তুগালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লেখায় উইলি সাগনোলের দল।

ম্যাচের শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণে নেয় স্পেন। ফুটবলপ্রেমীদের এদিন সুন্দর ফুটবল উপহার দিয়েছে স্পেন। তবে সবাইকে চমকে দিয়ে ম্যাচে আগে গোল পেয়ে যায় জর্জিয়া। স্পেনের ডিফেন্ডার রবিন লে নরম্যান্ডের আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়া। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৯ মিনিটে রদ্রি স্পেনকে সমতায় ফেরায়।
দ্বিতীয় হাফে তো স্পেনের আক্রমণের সামনে দাঁড়াতেই পারে না জর্জিয়া। ৫১তম মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করে স্পেনকে লিড এনে দেন ফ্যাবিয়ান রুইজ। এরপর স্পেনের হয়ে গোল করেন নিকো উইলিয়ামস এবং ড্যানি অলমো।

৭৫তম মিনিটে রুইজের পাস থেকে গোল করেন উইলিয়ামস। আর ম্যাচ শেষের সাত মিনিট আগে জর্জিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান অলমো। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল স্পেনের দখলে ছিল। এই সময়ে ৩৫টি শট নিয়েছে তারা। যেখানে ১৩টি শট টার্গেটে রাখতে পেরেছে স্পেন।