ইকুয়েডরের কারাগারে বন্দিদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই করাগারটিতে বন্দি ছিলেন। আজ (রোববার) ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত শুক্রবার গুয়াকিল শহরের লা পেনিটেনসিয়ারিয়া কারাগারে দু’টি অপরাধী গোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নিহত হয়। প্রসিকিউটর অফিস এবং পুলিশ মৃতদেহ শনাক্ত করতে মর্গে প্রেরণ করেছে।
মূলত দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ।
বিবিসি বলছে, দেশটিতে এক দশকে দাঙ্গা-সহিংসতায় শত শত বন্দির মৃত্যু হয়েছে। সরকার সহিংসতা ও প্রাণহানির কারণ হিসেবে একে অপরের সঙ্গে লড়াইরত মাদক চক্রগুলোর মধ্যে সংঘর্ষকে দায়ী করেছে।
সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ আমেরিকা থেকে মেক্সিকো হয়ে মাদকের যেসব চালান যুক্তরাষ্ট্র যায়, সেগুলোর প্রধান রুট হিসেবে গত কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছে ইকুয়েডর। বিপুল ঝুঁকি এবং একইসঙ্গে প্রচুর অর্থ থাকার কারণে ইকুয়েডরের বন্দর এলাকাগুলোতে বিভিন্ন সন্ত্রাসী গ্যাংয়ের প্রভাব বাড়ছে।