চীনে প্রবল বৃষ্টির মধ্যে একটি স্কুল জিমনেসিয়াম ভবনের ছাদ ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দেশটির কর্মকর্তারা বলছেন, রোববার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরের একটি স্কুল জিমনেসিয়ামের ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে বের করা ১৫ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে গেছেন।

সিসিটিভির প্রতিবেদনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।