ইতালির রোমে যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়। বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিল শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন, তাঁর জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাত।
আলোচনা পর্বে রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান শেখ কামালের জীবনীর উপর আলোকপাত করতে গিয়ে বলেন যে, শেখ কামাল শুধুমাত্র একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। রাষ্ট্রদূত তাঁকে বাংলাদেশের ক্রীড়া জগতের আধুনিক ধারার স্থপতি, দক্ষ সংগঠক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন যে আগামী দিনগুলোতে এক্ষেত্রে শেখ কামালের অসাধারণ অবদান অফুরন্ত প্রেরণার উৎস হিসেবে যুব সমাজকে উৎসাহ যোগাবে।

ইতালি, বাংলাদেশ, যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তাগণ তাদের বক্তব্যে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের তারুণ্যদীপ্ত ও কর্মময় জীবনের বিভিন্ন অধ্যায় উল্লেখ করে তাঁর বহুমুখী প্রতিভা এবং দেশের প্রতি তাঁর অবদান তুলে ধরেন। তারা শহিদ শেখ কামালের আদর্শ ধারণ করে আগামী দিনের উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষভাগে শহিদ শেখ কামাল সহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ সশরীরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দূতাবাসের প্রথম সচিব জনাব এ এস এম সায়েম। ইতালিতে বিদ্যমান কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে অনুষ্ঠানটি অনলাইন প্লাটফর্ম জুম (ZOOM) এ অনুষ্ঠিত হয়।