বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন নগর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা। গত মঙ্গলবার (২৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) বোস্টনের নগর ভবনের সামনে পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেছিল।

এসময় প্রবাসী বাংলাদেশিরা সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। বোস্টন সিটি কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনায় এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বোস্টন বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বোস্টন সিটির মেয়র, বোস্টন সিটি কাউন্সিলের সদস্য ও সিটি হল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সিটি মেয়র মিশেল ঊ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশের স্বাধীনতা হিসেবে সিটি হল (নগর ভবন) প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে যায়।