মহাকাশের ইতিহাসে নাম লেখালো ভারত। ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের মধ্য দিয়ে গৌরবময় এক অর্জন এলো ভারতের ঘরে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে পা রাখলো দেশটি। পৃথিবীর আর কোনো দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছতে পারেনি। ঐতিহাসিক এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত সরাসরি সম্প্রচার করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো।

বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় ৬টায় দেশটির চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম অবতরণ করে চাঁদের মাটিতে। ভারতের কোটি কোটি মানুষের চোখ ছিল চন্দ্রপৃষ্ঠের সেই অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে।

এর আগে চাঁদের বুকে পা রাখার কৃতিত্ব রয়েছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের। তবে চাঁদের দুর্গম অঞ্চল দক্ষিণ মেরুতে প্রথম পা রাখতে সমর্থ হল ভারত।

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো’র এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অর্জন শুধু ভারত নয় পুরো মানব জাতির বলেও জানান নরেন্দ্র মোদি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আগেই জানিয়েছে, বুধবার ভারতীয় সময় ৫টা ৪৫ মিনিটে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম তার চূড়ান্ত অবতরণ শুরু করবে এবং স্থানীয় সময় ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করার চেষ্টা করবে।

অবশেষে চন্দ্রযান-৩ স্থানীয় সময় ৬টায় অবতরণ করে এবং ইতিহাস গড়া এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত ইউটিউবে সরাসরি সম্প্রচার করছে ইসরো। এই মুহূর্তের সাক্ষী হয়েছে গোটা ভারত তথা বিশ্ববাসী।