ইন্দোনেশিয়ায় একটি কয়লার খনিতে বিস্ফোরণের ঘটনায় ১০ জন শ্রমিক নিহত হয়েছে। একটি উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে গতকাল (শুক্রবার) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জানা গেছে, শ্রমিকরা পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে ছিল। এসময় বিস্ফোরণে ১৪জন শ্রমিক মাটিচাপা পড়ে যায়।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র অক্টাভিয়ান্তো এক বিবৃতিতে বলেছেন ‘মিথেনের কারণে খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
তিনি আরও জানান, ১০জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চার জন আহত হয়েছেন।
চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনি ভূমিধসে অন্তত সাতজন মারা যান। এছাড়াও এপ্রিল মাসে উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসে ১২ জন খনি শ্রমিক নিহত হয়।
নিক্কেই এশিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, কয়লা বিক্রির মাধ্যমে ইন্দোনেশিয়ার অর্থনীতি বিকশিত হচ্ছে। এদিকে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশটিও উৎপাদন বাড়িয়েছে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি পিটিবিএর ব্যবসায়িক উন্নয়ন পরিচালক রাফলি জান্দা জানিয়েছেন, গত মার্চ থেকে জুলাইয়ের মধ্যে তারা ইতালিতে ১ লাখ ৪৭ হাজার টন কয়লা রপ্তানি করেছে। অন্যান্য ইউরোপীয় দেশ যেমন জার্মানি ও পোল্যান্ডে ভাল দামে কয়লা বিক্রি করার জন্য বাজার ব্যবস্থা চলছে।