দেশের শীর্ষ প্রযুক্তিবিদরা ইলেকট্রনিক ভোটিং মেশিনকে নির্ভরযোগ্য ও নিরাপদ ভোটগ্রহণের মাধ্যম বলেছেন। ইভিএমে ভোটগ্রহণে কাঁরচুপির সুযোগ নেই জানিয়ে তারা রাজনৈতিক দলগুলোকে ইভিএম ব্যবহারকে স্বাগত জানানোর আহবান জানান। নির্বাচন ভবনে ইভিএম নিয়ে মতবিনিময় সভায় এসব বলেন প্রযুক্তিবিদরা। রাজনৈতিক দলগুলোকেও কারিগরি টিম দিয়ে ইভিএম যাচাই করার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক পরিসরে ইলেট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। তবে ইভিএম নিয়ে কয়েকটি রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের আপত্তি রয়েছে। তাই রাজনৈতিক দল ও সব মহলের মধ্যে ইভিএমের গ্রহণযোগ্যতা তৈরি করতে চায় ইসি। সেলক্ষ্যে বুধবার নির্বাচন ভবনে দেশের শীর্ষ প্রযুক্তিবিদ ও ইভিএম সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন।

ইভিএমের কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিট পর্যবেক্ষণ করেন প্রযুক্তিবিদরা। এসময় ইভিএম কিভাবে কাজ করে, একজন নাগরিক কিভাবে ভোট প্রদান করেন এসব বিষয়ে অবহিত করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি ইভিএমের যন্ত্রাংশ আলাদা করেও দেখানো হয়।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রযুক্তিবিদরা। নাগরিকদের জন্যও ইভিএম যাচাই করার সুযোগ রাখতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেন তারা।

এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক দলগুলোকেও ইভিএম যাচাই করতে আমন্ত্রণ জানানো হবে।

সিইসি বলেন, সব পক্ষের মতামত পাওয়ার পর ইভিএম নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।