কূটনৈতিক বার্তা বিষয়ক মামলায় ১০ বছরের জেল দেয়ার পরদিন আজ বুধবার তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও ১৪ বছরের জেল দিয়েছে আদালত। তার স্ত্রী বুশরা বিবিকেও একই শাস্তি দেয়া হয়েছে। ফলে এক সময়ের ব্যাপক জনপ্রিয় নেতা ইমরান খান একের পর এক আঘাতে ক্ষত বিক্ষত।

এই আদালত দূর্নীতির মামলা নিয়ে কাজ করে থাকে। এই সাজার পাশাপাশি ২.৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেয়া হয়েছে।  একই সাথে তাকে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এর একদিন আগে রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে ১০ বছরের কারাদ- দেয়া হয়েছিলো সাবেক এই ক্রিকেটারকে।

পাকিস্তানে ৮ ফেব্র“য়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এমন ঘোষণা দেয়া হলো।

এর আগে মামলার শুনানি হয় আদিয়ালা জেলে। সেই শুনানিতে বুশরা বিবির বক্তব্য রেকর্ড করে আদালত। এ সময়ে ইমরান খান আদালতকে বলেন, মামলাটিতে তার স্ত্রীর করার কিছু নেই। তাকে জোর করে এর ভিতর টেনে এনে অপমান করা হচ্ছে।
বুধবার শুনানির সময় ইমরান খানের কাছে বিচারক বশির জানতে চান, তার বক্তব্য রেকর্ড হয়েছে কিনা। জবাবে ইমরান বলেন, তার আইনজীবী এলে তিনি বক্তব্য দেবেন। তিনি আরও বলেন, আমার শুনানিতে উপস্থিতি নিশ্চিত করার জন্যই শুধু আমাকে ডাকা হয়েছে।