পাকিস্তানের আদিয়ালা কারাগারে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টার সাথে জড়িত সন্দেহে তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এই কারাগারে পিটিআই দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আটক রয়েছেন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, আদিয়ালা কারাগারে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা চালানো হয়েছে। তবে সেই হামলা চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। পাকিস্তান সরকার বলছে, একটি যৌথ অভিযানে বুধবার রাতে কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও পুলিশ।