জান্তা শাসিত মিয়ানমার সরকারের নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কায়াও বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার ইয়াঙ্গুনের পূর্বাংশে থিঙাগাইয়ুন এলাকায় এ ঘটনা ঘটে। জান্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সরকারবিরোধী সশস্ত্রগোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। গত মাসে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে বিলুপ্ত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এর মাত্র একমাসের মধ্যেই নিহত হলেন কমিশনের উপপ্রধান।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সূচির সরকারকে হটিয়ে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর পরপরই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। একই দাবিতে সক্রিয় হয় বেশ কিছু সশস্ত্র সংগঠন। পিপলস ডিফেন্স ফোর্সেসও তেমনই একটি সশস্ত্র গোষ্ঠী।