দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। শনিবার দোষী সাব্যস্ত হওয়ার পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

বেআইনিভাবে রাষ্ট্রীয় সম্পত্তি নিজের কোষাগারে জমার রাখার দায়ে তোশাখানা মামলায় তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে আদালত ইমরান খানকে আরও ১ লাখ রুপি জরিমানাও করেছেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন না ইমরান খান। এমনকি তার আইনজীবীরাও উপস্থিত ছিলেন না।

ইমরানকে এক কোটি রুপি জরিমানাও করেছে আদালত। সাজা কার্যকরে রায়ের একটি কপি এরইমধ্যে পাঠানো হয়েছে ইসলামাবাদ পুলিশের কাছে।

এক টুইট বার্তায় ইমরানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পাঞ্জাব (পিটিআই) জানিয়েছে, খান সাহেবকে কোট লোকপট জেলে নিয়ে যাওয়া হচ্ছে।