পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর আট দিনের জিজ্ঞাসাবাদে নিয়েছে পুলিশ। ইসলামাবাদে পুলিশ সদরদপ্তরে আদালত বসিয়ে তার রিমান্ডের শুনানি হয়।
এদিকে, ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। তার দলের কর্মীদের বিক্ষোভে পুলিশের বাধা, হামলা ও ধরপাকড়ে পাকিস্তান এখন অগ্নিগর্ভ। হামলা হয়েছে সেনাবাহিনীর স্থাপনাতেও। বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত হয়েছে দু’জন।
প্রতিবাদে বুধবার পাকিস্তানজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে পিটিআই।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মামলা-মোকদ্দমায় জর্জরিত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির সরকারের অভিযোগ রাষ্ট্রদ্রোহ, ধর্ম অবমাননা, সহিংসতাসহ তার বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত ১২০টি। মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গেলে আদালত প্রাঙ্গণ থেকেই ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির আধাসামরিক বাহিনী।
গ্রেপ্তারের একদিন পর ইসলামাবাদ পুলিশ লাইনসে বিশেষ আদালতে বসিয়ে পুলিশ ইমরান খানের রিমান্ডের শুনানি করা হয়। শুনানিতে তাঁকে আটদিনের রিমান্ডের পাঠানোর রায় দিয়েছে আদালত। সেইসাথে তোষাখানা মামলায় অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রীকে।
এদিকে, দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের জেরে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করে তার দল- পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। বিক্ষোভে পুলিশের হামলা ও ধরপাকড়ের প্রতিবাদে বুধবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা।
পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসার জন্য কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছে পিটিআই। দেশটির বিভিন্ন অঞ্চলে ইমরান খানের পূর্বঘোষিত জনসভাও নির্ধারিত সময়ে পালন করা হবে বলে জানায় পিটিআইয়ের শীর্ষ নেতারা।
বিভিন্ন শহরে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে পিটিআই সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এখন পর্যন্ত প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসলামাবাদের আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে পিটিআই মহাসচিব আসাদ উমারকে।
এছাড়া, দেশটির চারটি প্রদেশের তিনটিতে সবধরনের জমায়েত নিষিদ্ধ করে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে প্রশাসন। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠান। সেইসাথে দেশজুড়ে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
পাকিস্তানে চলমান সংঘর্ষের কারণে ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পাকিস্তানে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে দেশ তিনটি।