ভিয়েতনামের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ইয়াগির প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ জনে। আজ বৃহস্পতিবার দেশটির সরকার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপির মাধ্যমে।
ভিয়েতনাম সরকার জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এক আনুষ্ঠানিক প্রতিবেদনে জানান, এখনো ১২৮ জন নিখোঁজ আছেন। এছাড়া, আড়াই লাখ হেক্টরেরও বেশি কৃষিজমির সব ধরনের শস্য ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করেন তারা।
আবহাওয়াবিদদের মতে, গত ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হচ্ছে ইয়াগি।
গত শনিবার (৭ সেপ্টেম্বর) ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) গতিবেগে ভিয়েতনামের উপকূলে আঘাত হানে ইয়াগি। এরফলে দেশটির সেতু ধ্বংস হয়েছে, বাড়ির ছাদ ভেঙে পড়েছে এবং অসংখ্য কারখানা ক্ষতির শিকার হয়েছে।
কৃষক ও খামারিরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন। বন্যাকবলিত এলাকায় ১৫ লাখ হাঁস-মুরগি, আড়াই হাজার শুকর, মহিষ ও গরু মারা গেছে।