ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশের একটি আদালত ভবনে হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৩ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা জাহেদানের প্রধান আদালত ভবনে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে শুরুতে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলাকারীদের পরিচয় কিংবা হামলার পেছনে তাদের উদ্দেশ্য সম্পর্কেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষিপ্ত সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে আগে থেকেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দেখা গেছে। তাই ওই এলাকায় এমন হামলার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল।