ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ‘ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা’ শুরু করেছে।
ইরানের রাজধানী তেহরান এবং কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানি মিডিয়া বলছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এর কোনো সামরিক সাইট এখন পর্যন্ত আক্রন্ত হয়নি।
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম এই তিন প্রদেশের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের দাবি, আক্রমণগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে।
এদিকে, আমেরিকার বাইডেন প্রশাসন বলেছে, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। এবং এই মাসের শুরুতে ইসরাইলে ইরানের হামলার জবাব দেয়ার অধিকার তাদের আছে। তবে ইরানের পারমানবিক স্থাপনা ও তেল অবকাঠামোগুলোতে ইসরাইলের হামলাকে সমর্থন করবে না ওয়াশিংটন।
ইরানে ইসরইলের হামলার সমর্থন জানিয়েছে যুক্তরাজ্যও। হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেছে, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।